হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যতে ফিলিস্তিনের পতাকা হাতে শিক্ষার্থীদের সংহতি। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার রাজু ভাস্কর্য এসে শেষ হয়। সংহতি দিবস উপলক্ষে বড় একটি পতাকা তৈরি করেন শিক্ষার্থীরা। সেই বড় পতাকা নিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন তাঁরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা যখন জুলাইয়ে আন্দোলন শুরু করেছিলাম, তখন প্যালেস্টাইনের মানুষের আকুতি আমাদের স্পিরিট হিসেবে কাজ করেছে। তাই আজকের এই দিনে আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই। ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি আমাদের সংহতি। সব সময় থাকবে। আমরা ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে দেখতে চাই।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা