হোম > সারা দেশ > ঢাকা

শ্রীনগরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে ট্রাকচাপায় স্বর্ণা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় কামারগা আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী বিষয়টি নিশ্চিত করেন।

স্বর্ণা আক্তার দোহারের মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সেকেন্দার খালাসী মেয়ে। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল চেপে এক তরুণের সঙ্গে স্বর্ণা যাচ্ছিলেন। শ্রীনগরের কামারগা আইডিয়াল স্কুলের সামনের স্পিড ব্রেকার অতিক্রমের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি থেকে স্বর্ণা পড়ে যান। এ সময় পেছনে থাকা ইট বহনকারী একটি ট্রাক স্বর্ণাকে চাপা দিয়ে চলে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান স্বর্ণা। এদিকে বাইকচালকও দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, ‘প্রায় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা এর স্থায়ী এবং আইনানুগ প্রতিকার চাই। লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং মাহেন্দ্র ও ট্রাক নিষিদ্ধ করা হোক। আমরা স্বর্ণার মৃত্যুর সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কেউ জড়িত থাকলে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। এ ছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হতে আন্তরিক অনুরোধ জানাই।’

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তাইয়বী বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন থানায় লাশ আছে। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা