হোম > সারা দেশ > ঢাকা

একগুচ্ছ ফুল হয়ে জবির পরীক্ষার হলে ফিরলেন সাজিদ

জবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।

আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। 

জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়। 

এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ 

সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’ 

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস