হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ক্ষতিকর রং মিশিয়ে সেমাই তৈরি, জরিমানা 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ক্ষতিকর রং মিশিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুটি কারাখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনুমোদনহীন একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সাভারের মধুমতী মডেল টাউন এলাকায় সাহানা ফুড প্রোডাক্টসের আল মুসলিম লাচ্ছা সেমাই ও বনগাঁও এলাকায় নাছির ফুড প্রোডাক্ট কারখানায় এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। 

ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বনগাঁও এলাকায় নাছির ফুড নামে একটি কারখানায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছিল। আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।; 

তিনি আরও বলেন, ‘এ সময় কারখানাটিতে তৈরি অস্বাস্থ্যকর প্রায় ৫০০ কেজি সেমাই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া এর আগে আল মুসলিম নামে লাচ্ছা সেমাই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করার কারণে সাহানা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

অভিযানের সময় ভোক্তা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ