হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ক্ষতিকর রং মিশিয়ে সেমাই তৈরি, জরিমানা 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ক্ষতিকর রং মিশিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুটি কারাখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনুমোদনহীন একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সাভারের মধুমতী মডেল টাউন এলাকায় সাহানা ফুড প্রোডাক্টসের আল মুসলিম লাচ্ছা সেমাই ও বনগাঁও এলাকায় নাছির ফুড প্রোডাক্ট কারখানায় এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। 

ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘বনগাঁও এলাকায় নাছির ফুড নামে একটি কারখানায় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ও ক্ষতিকর রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছিল। আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।; 

তিনি আরও বলেন, ‘এ সময় কারখানাটিতে তৈরি অস্বাস্থ্যকর প্রায় ৫০০ কেজি সেমাই পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া এর আগে আল মুসলিম নামে লাচ্ছা সেমাই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করার কারণে সাহানা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

অভিযানের সময় ভোক্তা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু