হোম > সারা দেশ > ঢাকা

ডেডিকেটেড হাসপাতালেই এডিস মশার ‘আস্তানা’

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

হাসপাতালটির চারপাশে সবুজ গাছগাছালি। সামান্য বৃষ্টিতেই পানি জমে আঙিনায়। জায়গায় জায়গায় পড়ে আছে প্লাস্টিকের গ্লাস ও চিপসের প্যাকেটসহ নানা পরিত্যক্ত জিনিস। এমন স্যাঁতসেঁতে জায়গা ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ। কমলাপুরে ডেঙ্গু ডেডিকেটেড রেলওয়ে জেনারেল হাসপাতাল সরেজমিনে গতকাল মঙ্গলবার এমন চিত্রই দেখা যায়।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণে এটিসহ রাজধানীর পাঁচটি হাসপাতালকে গত সোমবার ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাইরের এমন পরিবেশের পাশাপাশি রেলওয়ে জেনারেল হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষার জন্য যন্ত্রপাতির সংকট রয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা এখনো কার্যকর করা হয়নি। আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয়নি কোনো রোগীও। আনুষ্ঠানিকতা শুরুর আগে আগেই সরকারি সাহায্যে সব ধরনের সমস্যা শিগগির সমাধান করার আশা প্রকাশ করেন তাঁরা।

মঙ্গলবার হাসপাতালটিতে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ডাক্তারের রুমেই তালা ঝুলছে। অলস সময় কাটাচ্ছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। পুরো হাসপাতালে ১৫ জনের বেশি কর্মচারীর দেখা পাওয়া যায়নি। কিছুদিন আগ পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতাল থাকার কারণে এদিন কিছু রোগীর আনাগোনা ছিল। তবে গত কয়েক দিনে শুধু রেলের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া সাধারণ রোগীরা খুব আসেন না বলে জানালেন দায়িত্বরতরা।

হাসপাতালটির ৭০টি বেড ও ১০টি কেবিনে রোগী ভর্তি আছেন মাত্র তিনজন। ভর্তি থাকা রোগীদের সবাই রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানালেন আন্তবিভাগে দায়িত্বরত চিকিৎসক রিংকু চক্রবর্তী। তিনি জানান, রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা এবং বিনা মূল্যে ওষুধ সেবার কারণেই তাঁরা এখানে বেশি আসেন। হাসপাতালে তিন রোগীর দুজন গতকাল অন্য হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করাতে যান বলে জানা গেছে। তা ছাড়া হাসপাতালটিতে কোনো নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) নেই। অপারেশন থিয়েটারে বিকল হয়ে আছে প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি। প্যাথলজি বিভাগে নেই মাইক্রোস্কোপ। বহিঃবিভাগে নিয়মিত চিকিৎসাসেবা চালু থাকলেও আন্তবিভাগে রয়েছে লোকবলের সংকট।

সংকট নিয়ে আক্ষেপ জানিয়ে হাসপাতালটির অতিরিক্ত বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা তুহিন বিনতে হালিম বলেন, ‘সাধারণ রোগীদের সেবা দিতে আমাদের আরও অনেক বেশি লোকবল দরকার। চিকিৎসক দরকার, রোস্টার ডিউটি করার জন্য অতিরিক্ত ডাক্তার দরকার, ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার জন্য দরকার প্রয়োজনীয় যন্ত্রপাতি।’

হাসপাতালটির বহিঃবিভাগে প্রাথমিকভাবে রোগীদের সেবা দেওয়া গেলেও বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে ভর্তি রেখে চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা। তুহিন বিনতে হালিম বলেন, ‘এখানে বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই। ডেঙ্গু চিকিৎসার জন্য গাইনি, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ প্রয়োজন। কিন্তু এসব বিশেষজ্ঞের কোনোটাই নেই এখানে। এক্স-রেসহ বিভিন্ন মেশিন বেশ পুরোনো হয়ে গেছে। নতুন ডিজিটাল মেশিন নেই। ভালোভাবে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার জন্য এসব জরুরি ভিত্তিতে প্রয়োজন।’

চিকিৎসা কর্মকর্তা হালিম আরও জানান, একজন অর্থোপেডিকস ও গাইনি ডাক্তার এবং আরও দুজন মিলে বহিঃবিভাগে চিকিৎসাসেবা দিচ্ছেন। সব সমস্যা সমাধানে তিনি সরকারের সহযোগিতা চান। 
হাসপাতালের যেসব জায়গায় পানি জমে থাকে, সেসব জায়গা প্রতিদিন পরিষ্কার করা হয় বলে জানান এই কর্মকর্তা। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু