হোম > সারা দেশ > গাজীপুর

১০ বছরের হতাশা কাটাতে মানুষ ভোট দিতে এসেছেন: আজমতউল্লা

সৌগত বসু ও নাঈমুল হাসান, টঙ্গী থেকে

আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান বলেছেন, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানুষের যে আগ্রহ, তা দেখা যাচ্ছে। অনেকেই অপপ্রচার চালিয়ে ছিল যে মানুষ ভোট দিতে আসবেন না। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমতউল্লা খান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

গাজীপুরবাসী সকাল থেকে ভোট দিতে এখানে এসেছেন উল্লেখ করে আজমত উল্লা বলেন, ‘আপনারা লক্ষ্য করছেন যে মানুষ ভোট প্রয়োগ করতেই সকাল থেকে এখনে লাইনে আছে। দীর্ঘ ১০ বছর গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পরে জনগণ হতাশ হয়েছে। তারা সিটি করপোরেশনের কাছে যা পাবে, তা না পেয়ে হতাশ হয়েছে। 

আজমতউল্লা আরও বলেন, ‘নতুন আশা নিয়ে ভোটাররা সকাল থেকে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমি আমার সম্মানিত ভোটারদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আজকের জয় একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয় নিয়ে জনগণ নিজেই জয়ী হবে। আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম। যদিও প্রতীক পাওয়ার পরে আমরা ব্যাপকভাবে প্রচারণা করতে পারিনি। তবে আমি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে মানুষের সঙ্গে কথা বলেছি, মতবিনিময় করেছি।’

প্রিসাইডিং অফিসার জাকির হাসান তালুকদার বলেন, ছয়টি বুথে ২ হাজার ৫১৬ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির