হোম > সারা দেশ > ঢাকা

নগর ভবনের সব ফটকে তালা ইশরাক সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।

বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।

মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’

এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।

নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তাঁরই পদত্যাগ চাইলেন সাদিক কায়েম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

শাহজাহানপুরে লিফট মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে কর্মীর মৃত্যু

নভেম্বরে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি