হোম > সারা দেশ > ঢাকা

জবি শিক্ষক শাহেদের কথোপকথন দাবি করা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল

জবি প্রতিনিধি

একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেটাকে অনেকে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের কথোপকথন বলে দাবি করছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখা যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, একজন নারী শিক্ষার্থীকে বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা দিয়েছে একজন শিক্ষক। ওই নারী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার কথা জানালে শিক্ষক সমঝোতা করতে চায়। 

ভাইরাল স্ক্রিনশট থেকে আরও দেখা যায়,  ওই নারী শিক্ষার্থীকে তাঁর কোর্সে নম্বর বাড়িয়ে দিতে চান এবং বিভাগের শিক্ষক বানানোর জন্যও প্রস্তাব দেন। এই নারী শিক্ষার্থীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট করতে নিকেতনে দেখা করে টাকা দেওয়ারও প্রস্তাব দেন।

এ বিষয়ে কথা বলতে শিক্ষক আবু শাহেদ ইমনকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক সামির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু চ্যাট দেখেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।’

বিভাগটির চেয়ারম্যানের নতুন দায়িত্ব পাওয়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো এখনো বিভাগটির দায়িত্ব গ্রহণ করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আমি আর কী বলব!’

(সংশোধনী: শুরুতে প্রতিবেদনে হোয়াটসঅ্যাপ কথোপকথনের ‘স্ক্রিনশটটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনের’ বলে তুলে ধরা হয়েছিল। তবে তা এখনও প্রমাণিত না হওয়ায় সেটাকে সংশোধন করে দাবি হিসেবে তুলে ধরা হল।অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।)

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন