মাদারীপুর জেলার শিবচরের বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঁচ্চরসংলগ্ন বন্দরখোলা এলাকার এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল মুন্সী (৫২)। তিনি শিবচরের চর কমলাপুর এলাকার কুটিয়া মুন্সীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন মামুন হাওলাদার (১৮), নিরব মুন্সী (১৬), মানিক ফকির (২০) ও ইমরান মুন্সী (১৮)। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে সার্ভিস লেন দিয়ে বাবুল মুন্সী মোটরসাইকেলে যাচ্ছিলেন। পেছন থেকে উপজেলার সাড়ে বিশ রশি এলাকার মামুন হাওলাদারের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই বালু ব্যবসায়ী বাবুল মুন্সী মারা যান। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।