হোম > সারা দেশ > ঢাকা

বিএফআইইউর প্রধানকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে আদালতে দাখিল করা তথ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তাঁকে তলব করেন।

আগামীকাল বুধবার বেলা ১১টায় তাঁকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত বলেন, নাম-পদবি ছাড়া এভাবে প্রতিবেদন দেওয়াটা যেন ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো একটা বিষয়। নাম-পদবি দিয়ে প্রতিবেদন দিতে এত ভয় কেন? 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। 

আদেশের পর খুরশিদ আলম খান বলেন, আদালত যেভাবে চেয়েছিলেন, বিএফআইইউ থেকে সেভাবে প্রতিবেদন দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ ফরওয়ার্ডিং আকারে প্রতিবেদন দিতে হয়। কিন্তু প্রতিবেদনে এসবের কিছুই নেই। এটা একটা উদাসীন প্রতিবেদন। তাই আদালত তাঁকে তলব করেছেন। 

এর আগে নির্দেশ অনুযায়ী গত ১৪ আগস্ট হাইকোর্টে প্রতিবেদন দেয় বিএফআইইউ। যাতে বলা হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমাসংক্রান্ত তথ্য বিভিন্ন সময়ে দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইইউর কাছে চাওয়া হয়েছিল। সবশেষ গত ১৭ জুন এসংক্রান্ত তথ্য চেয়েছিল বিএফআইইউ। কিন্তু দীর্ঘ সময়ে তারা কেবল একজনের তথ্য দিয়েছে। এ ছাড়া আর কারও বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১