হোম > সারা দেশ > ঢাকা

ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব: সমাবেশে নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সাংবাদিক এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন ও মর্যাদাহানির জন্যই জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, এই ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা অপচেষ্টা। সরকার ব্যাংক হিসাব চাইলে সাংবাদিক নেতারা জনগণের সামনেই তা পেশ করবেন। কিন্তু চিঠি দিয়ে এ হিসাব চাওয়ার মাধ্যমে সাংবাদিক ও তাঁদের পেশার মর্যাদাহানি করা হয়েছে। একটা গোষ্ঠী সব সময় স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপচেষ্টা চালানোর কাজে সিদ্ধহস্ত। যেকোনো মূল্যে এদের অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলবের চিঠি প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, এ ঘটনার সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমলা চক্র জড়িত থাকতে পারে। আমরা এর আগেও দেখেছি, রাজনীতিবিদদের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। একটা অংশ সাংবাদিকদের রাষ্ট্রের প্রতিপক্ষ করার অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে আমরা তাদের সতর্ক করে দিচ্ছি।

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬