রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন-রোকন (৩২) ও শাহাদত (২২)। আজ শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশের নির্মাণাধীন ভবনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দুই শ্রমিকের সহকর্মী কবির হোসেন জানান, তাঁরা পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে নির্মাণাধীন ১৪ তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদত দুজন রাজমিস্ত্রির কাজ করত। তাঁরা দুজন ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাঁদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কবির আরও জানান, তাঁদের দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকত তাঁরা। তবে তাঁদের বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।