হোম > সারা দেশ > ঢাকা

কারাবন্দী শ্রমিক দল নেতা কাজলের হাসপাতালে মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের নেতা ফজলুর রহমান কাজল মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হৃদ্‌রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কাজলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পল্টন থানায় একটি নাশকতা মামলায় আটক হয়ে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন কাজল। গত মঙ্গলবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাঁকে হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এর আগে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা যান। তিনি ঢাকার একটি ওয়ার্ডের বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের। গত ২১ আগস্ট বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তার পর, গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক বন্দী হাসপাতালে মারা যান। কারা হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তির নাম গোলাপ রহমান (৬৩)। তিনি চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক