হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত বেড়ে ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাগাদী এলাকায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। প্রাথমিক অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। আজ রোববার সকলে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান একজন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার কাজহরদী গ্রামে ১০-১২ জন ডাকাতের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসীরা মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে বাগাদী গ্রামের দিকে যায়। ওই গ্রামের লোকজন চারদিক থেকে ঘিরে ফেলে বাগাদী বিলে ফেলে গণপিটুনি দিলে দুজন নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, আজ রোববার সকালে গণপিটুনিতে নিহত আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসারত একজন মারা যান। গণপিটুনিতে এ পর্যন্ত ৪ জন ডাকাত নিহত হয়েছে। প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব