হোম > সারা দেশ > ঢাকা

পেটে করে কক্সবাজার থেকে ইয়াবা এনে ধরা বিমানবন্দরে

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পেটের মধ্যে ইয়াবা বহন করে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হোছন আহমদ (৬০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) সকালে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএনের এক কর্মকর্তা জানান, গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিএস-১৫২ অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন হোছন আহমদ। গোপন সংবাদের ভিত্তিতে বলাকা ভবনের উত্তর পাশ থেকে তাঁকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হোছন পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে এক্স-রে রিপোর্টে তাঁর পাকস্থলীতে ৩০টি ডিম্বাকৃতি বস্তু শনাক্ত হয়। এরপর তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের সহায়তায় সেগুলো বের করা হয়। কালো স্কচটেপে মোড়ানো ওই ৩০টি ডিম্বাকৃতি বস্তু থেকে ২ হাজার ৮২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে পেটে করে ইয়াবা নিয়ে আসা হোছন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে চিকিৎসকের সহায়তায় এসব ইয়াবা বের করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা