হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ১৮, ৩ ড্রেজার জব্দ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটুরিয়া ও দাশকান্দি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওরের মোশারফ হোসেন (৪৪), টাঙ্গাইলের নাগরপুরের মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২); রাজবাড়ীর টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬); নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮); মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮); পটুয়াখালীর গলাচিপা এলাকার নুরুজ্জামান (৩৫), ভোলার মো. হোসেন (২৩), আ. রহিম (৫২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সুজন চক্রবর্তী (৪৮)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ