হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ১৮, ৩ ড্রেজার জব্দ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটুরিয়া ও দাশকান্দি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওরের মোশারফ হোসেন (৪৪), টাঙ্গাইলের নাগরপুরের মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২); রাজবাড়ীর টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬); নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮); মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮); পটুয়াখালীর গলাচিপা এলাকার নুরুজ্জামান (৩৫), ভোলার মো. হোসেন (২৩), আ. রহিম (৫২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সুজন চক্রবর্তী (৪৮)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট