হোম > সারা দেশ > ঢাকা

‘ভুল-বোঝাবুঝির’ জেরে কুয়াকাটায় সেই ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

‎রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান পরিবারের কাউকে না বলেই কুয়াকাটায় গিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই মো. জিয়াউর রহমান। তিনি বলেছেন, ভুল-বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।

আজ ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন। এর আগে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মো. মুশফিকুর রহমান নান্নুর ছোট ভাই মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত তিন দিনের ছুটিতে তিনি পরিবার নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিবারে কিছুটা ভুল-বোঝাবুঝির কারণে তিনি কাউকে না জানিয়েই বাসা থেকে বের হয়ে যান। তিনি সঙ্গে ফোনও নিয়ে যাননি। পরে গতকালই তার খোঁজ পাই। আজ ভোরে তিনি বাসায় ফিরেছেন।’

এর আগে তাঁর বাসায় ফেরার তথ্য নিশ্চিত করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মুশফিকুর রহমান কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি নিজেই সেখানে গিয়েছিলেন। কুয়াকাটা থেকে ঘুরে বাসায় ফিরে এসেছেন। তিনি সুস্থ আছেন এবং বাসায় রয়েছেন।’ ‎

গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন মুশফিকুর রহমান। এর পর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি। তাঁর কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বজনেরা।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১