হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ব্যবসায়ীকে চিঠি দিয়ে ‘কিলার গ্যাং’ নামে চাঁদা দাবি, এলাকায় আতঙ্ক

টাঙ্গাইল প্রতিনিধি 

চাঁদা চেয়ে পাঠানো চিঠি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলে আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। চিঠিতে নিজেদের ‘কিলার গ্যাং হত্যাকারী দল’ নামে একটি সন্ত্রাসী সংগঠন বলে তুলে ধরে তারা। চাঁদার খবর জানাজানি হলে কবর দেওয়ার জন্য লাশও খুঁজে পাওয়া যাবে না বলে ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আজাহারুলসহ এলাকার অন্য ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

জানা গেছে, টাঙ্গাইল পৌর এলাকায় আজাহারুল ইসলাম মাছের ব্যবসা করেন। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাঁর কর্মচারী নিশার হাতে অচেনা এক ব্যক্তি খামে ভরে একটি চিঠি দিয়ে যান। নিশা ওই চিঠি আজ শুক্রবার (১ আগস্ট) সকালে দোকানমালিক আজাহারুল ইসলামকে দেন। আজাহারুল ইসলাম চিঠি খুলে দেখে আতঙ্কিত হন।

চিঠিতে বলা হয়, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো।’

চিঠিতে আরও বলা হয়, ‘মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’ এ ছাড়া চিঠিতে ৩ আগস্ট সন্ধ্যা ৭টার মধ্যে তাদের বলা নির্ধারিত জায়গায় টাকা রেখে না এলে আজাহারুলকে মেরে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজাহারুল ইসলাম বলেন, ‘আমার কর্মচারী নিশা একজন অশিক্ষিত লোক। সে দীর্ঘদিন ধরে আমার কাছে থাকে। গতকাল রাতে অচেনা লোক একটি চিঠি দিয়ে যায়। নিশা সে চিঠি আজ সকালে আমার হাতে দেয়। সে জানায়, একটি ক্লাব থেকে আপনাকে এই চিঠি দিয়ে গেছে। চিঠি খুলে দেখার পর আমি ভীত হয়ে পড়েছি। আমার পরিবারের সদস্যরাও আতঙ্কে সময় কাটাচ্ছে। সন্তোষ পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানানো হয়েছে। রাতে সদর থানায় লিখিতভাবে অভিযোগ করব।’

সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন বলেন, ‘আজাহার ভাই একজন সৎ ব্যবসায়ী। হঠাৎ করে আজকে সকালে শুনতে পেলাম, তাঁর কাছে একটি চিঠি এসেছে। সে চিঠিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ ধরনের ঘটনা আমাদের সন্তোষ এলাকায় কখনো শুনতে পাইনি। আমরা ব্যবসায়ীরা সবাই এই চিঠির ঘটনায় আতঙ্কে রয়েছি।’

টাঙ্গাইলের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। সদর থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা হয়েছে। তাকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। এ ধরনের সংবাদ টাঙ্গাইলে এর আগে পাইনি। তাই বিষয়টি খুব গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন