হোম > সারা দেশ > ঢাকা

সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব: যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র মারামারিতে নিহত ১

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সিগারেট খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরদের দুই গ্রুপের মারামারিতে জামাল (১৮) নামে একজন মারা গেছেন। এ ঘটনায় আমির হোসেন (১৯) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জামালকে রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, জামালের পিঠে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আর আহত আমিরের পিঠের তিন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া দুই গ্রুপেরই আরও দুই-তিনজন সামান্য আহত হয়েছেন। ঘটনাটি তদন্তে যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

জামালকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু আসাদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার সিফাত নামে এক কিশোর এসে জামালকে ডেকে একটু দূরে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে সিফাত, ফারদিন, শিমুল, আরাফাত, ইমনসহ ৮-১০ জন মিলে জামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাঁরাও সেখানে গিয়ে জড়ো হলে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। 

যাত্রাবাড়ীর শেখদি এলাকায় থাকেন জামাল। শেখদি চাঁদনী মাঠ এলাকায় একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন তিন। 

অন্যদিকে গুরুতর আহত আমিরকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু ইমন, মানিক ও জাহিদ হাসান জানান, তাঁরা দুই গ্রুপের সবাই একই এলাকায় থাকেন। গত পরশু তাঁদের মধ্যে সিগারেট খাওয়া এবং সিনিয়র-জুনিয়র নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। 

পরবর্তীতে তাঁরা নিজেরাই ওই দিন এ ঘটনার মীমাংসা করে ফেলেন। সেই ঘটনার জের ধরে আজ রাতে দুই গ্রুপের আবার মারামারি লাগে। এতে ধারালো অস্ত্রের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ