হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া সড়কের জুরাইনে ২৫০ হকার উচ্ছেদ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ঢাকা-মাওয়া সড়কের জুরাইন এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ২৫০ হকারকে রাস্তায় বসা থেকে উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে পোস্তগোলা থেকে জুরাইন মেডিকেল রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার অর্ধেক অংশ দখল করে হকাররা ব্যবসা চালিয়ে আসছিলেন। ফলে চরম যানজটের সৃষ্টি হচ্ছিল, পথচারীরাও চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও হকাররা ফের রাস্তায় বসে পড়তেন।

এলাকাবাসী উচ্ছেদ অভিযানের প্রশংসা করলেও, হকারদের পুনরায় বসা ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘সড়কটি আগের চেয়ে প্রশস্ত করা হলেও হকারদের দখলে থাকার কারণে যানজট লেগেই থাকে। উচ্ছেদের ফলে কিছুটা স্বস্তি মিলবে।’

জুরাইন এলাকায় ট্রাফিক ওয়ারী বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ছবি: আজকের পত্রিকা

পথচারী আকাশ বলেন, ‘এর আগেও কয়েকবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই হকাররা আবার বসে পড়ে। এবার যেন স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হয়।’

অভিযানে উচ্ছেদ হওয়া হকাররা ক্ষোভ প্রকাশ করেছেন। এক কাপড় বিক্রেতা বাবলু বলেন, ‘সামনে ঈদ, এই সময় আমাদের বসতে না দিলে না খেয়ে মরতে হবে।’

আরেক হকার রমজান বলেন, ‘আমরা অনেক বছর ধরে চাঁদা দিয়ে এখানে বসছি, এখন উঠিয়ে দিলে আমাদের খুব কষ্ট হবে।’ তবে কার কাছে চাঁদা দেন, সে বিষয়ে মুখ খোলেননি কোনো হকার।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক ওয়ারী বিভাগের ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও ডেমরা জোনের ইন্সপেক্টর মুনীর আহম্মেদ জানান, উপপুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হোসেনের নির্দেশনায় জনগণের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণ এতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে।

জুরাইন মেডিকেল রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান বলেন, ‘রমজান মাসে জনগণের স্বার্থে ব্যস্ততম এই রাস্তার যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযান চলমান থাকবে এবং প্রতিদিন মনিটরিং করা হবে যেন পুনরায় কোনো হকার রাস্তায় বসতে না পারে।’

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ