হোম > সারা দেশ > ঢাকা

সরেজমিন বার্ন ইনস্টিটিউট

হাসপাতালে উৎকণ্ঠায় স্বজন

শাহরিয়ার হাসান, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।

বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুরা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দগ্ধ শিশুগুলোর দিকে তাকানো যাচ্ছে না। হাসপাতালের বাইরে, লিফটের পাশে, আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখেমুখে শুধুই অসহায়ত্বের ছাপ।

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ১৪ বছরের আয়ান। তার শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। কথা নেই, সাড়া নেই। নিচতলা থেকে আইসিইউতে ওঠার সময় এক মুহূর্তের জন্য কথা হয় আয়ানের বাবা আরাফাত রহমানের সঙ্গে। গলা ধরে আসা কণ্ঠে তিনি বলেন, ‘কলিজায় সহ্য হয় না ভাইয়া। আমার সোনাটা তো ব্যথা পেলেই ছটফট করত। এখন পুরো শরীরটাই যখন ক্ষয়ে গেছে, তখন কীভাবে এতটা যন্ত্রণা সহ্য করে শুয়ে আছে! আল্লাহ, ওর কষ্টটা আমাকে দিয়ে দাও।’

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখন পাঁচজন চিকিৎসাধীন। তাদের চারজনই শিশু। নয় বছরের নাফিস, চৌদ্দ বছরের মাহতাব ও আয়ান, পনেরো বছরের মাহিয়া; ওদের প্রতিটি মুহূর্তই সংকটময়, জানালেন চিকিৎসক।

আইসিইউ থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন কাফী আহমেদ। তিনি বলেন, ‘আমার ভাইয়ের শরীরটায় আগুন যা করে গেছে, সামনে দাঁড়িয়ে থাকা যায় না। স্রেফ মুখ দেখেই বোঝা যায়, সে কী জ্বালায় আছে।’

অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণ ওয়ার্ডে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে ১০ বছরের আলভিনা। তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে, কোনো কথা বলে না। তার এক চাচা বলেন, ‘ও শুধু তাকিয়ে থাকে। এই শরীরের জ্বালা হয়তো একদিন সেরে উঠবে, কিন্তু যে মানসিক ট্রমা ওরা পেয়েছে, তা থেকে বের হতে পারা খুব কঠিন হবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট