হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা শুরু

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় কেনা হার্টের রিং বিনা মূল্যে স্থাপনের মধ্য দিয়ে এই সেবা আজ রোববার থেকে হাসপাতালটিতে শুরু হয়েছে। 

বরিশালের হিজলা উপজেলার মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) ২টি এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা গাড়ি চালক শরিফুল ইসলামকে (৫৯) ১টি হার্টের রিং বিনা মূল্যে আজ স্থাপন করা হয়।

আজ রোববার দুপুরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব জোন-২ এর ৭ নম্বর ল্যাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ২ ব্যক্তির হার্টে রিং স্থাপন করা হয়। 

এর আগে গত জুলাই মাসে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের বাল্ব, অক্সিজেনের, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ১৫০টি বাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ডিএসডি ডিভাইস কেনা হয়েছে। 

হাসপাতালের অসহায় রোগীর মধ্যে সেবা তহবিলের মাধ্যমে বিনা মূল্যে এসব মূল্যবান ডিভাইস বিতরণ করা হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি