হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা শুরু

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় কেনা হার্টের রিং বিনা মূল্যে স্থাপনের মধ্য দিয়ে এই সেবা আজ রোববার থেকে হাসপাতালটিতে শুরু হয়েছে। 

বরিশালের হিজলা উপজেলার মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) ২টি এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা গাড়ি চালক শরিফুল ইসলামকে (৫৯) ১টি হার্টের রিং বিনা মূল্যে আজ স্থাপন করা হয়।

আজ রোববার দুপুরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব জোন-২ এর ৭ নম্বর ল্যাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ২ ব্যক্তির হার্টে রিং স্থাপন করা হয়। 

এর আগে গত জুলাই মাসে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের বাল্ব, অক্সিজেনের, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ১৫০টি বাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ডিএসডি ডিভাইস কেনা হয়েছে। 

হাসপাতালের অসহায় রোগীর মধ্যে সেবা তহবিলের মাধ্যমে বিনা মূল্যে এসব মূল্যবান ডিভাইস বিতরণ করা হবে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি