হোম > সারা দেশ > ঢাকা

দিনাজপুরে মাজারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রামে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।

হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রামে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।

শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহীমপুর গুচ্ছগ্রামে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত