রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়ারী থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) খালেদা আক্তার সাথী বলেন, সকালে স্বামীবাগ র্যাব অফিসের সামনে ফ্লাইওভারের নিচে ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তখন থানায় খবর দেয়। পরবর্তীতে সেখান থেকে ওই নারীর মরদের উদ্ধার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।