হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচা-পাটুরিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি নেই 

মানিকগঞ্জ প্রতিনিধি

গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের এক দিন বাকি এবং কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। গত দুই দিন আশানুরূপ যানবাহন পারাপার হয়নি। আজ ভোর থোকে দুটি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহন এবং ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে। ৪৭ লাখ ৬৮ হাজার ৮১০ টাকা সরকারের রাজস্ব হয়েছে বলেও জানান উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট