হোম > সারা দেশ > ঢাকা

ঝোপঝাড়ে ঘেরা ২০০ বছরের পুরোনো মসজিদ, সংরক্ষণের দাবি

আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জে ঝোপঝাড়ে ঘেরা ২০০ বছরের পুরোনো মসজিদ। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তাজপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদ ধ্বংসের দ্বারপ্রান্তে। পাঁচ দশকের বেশি সময় ধরে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

দৈর্ঘ্যে ২০ ফুট ও প্রস্থে ১৬ ফুটের ছোট্ট মসজিদটি স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। একসময় এটি ছিল এলাকার ধর্মচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র।

স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মপ্রাণ লেবু মুন্সি নিয়মিত এখানে ইমামতি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে মসজিদটি ব্যবহারের বাইরে চলে যায় এবং অযত্ন-অবহেলায় ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। মসজিদটি বর্তমানে গাছপালা, ঝোপঝাড় ও বড় বড় বটগাছে ঘেরা।

মুন্সিগঞ্জে ঝোপঝাড়ে ঘেরা ২০০ বছরের পুরোনো মসজিদ। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় প্রবীণদের মতে, তৎকালীন হিন্দু জমিদার শান্তি বাবুর পূর্বপুরুষেরা তাঁদের মুসলিম খাজনা আদায়কারীদের জন্য মসজিদটি নির্মাণ করেন। সেই সূত্রে এটি ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়ে আসছে।

সম্প্রতি মসজিদটির পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণের সময় পুরোনো মসজিদটির অস্তিত্ব স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকে আবারও মসজিদটির সংরক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়।

মুন্সিগঞ্জে ঝোপঝাড়ে ঘেরা ২০০ বছরের পুরোনো মসজিদ। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা ইকবাল শেখ বলেন, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে ছোট্ট মসজিদটি শুধু ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং ঐতিহাসিক নিদর্শন ও সম্প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকবে। আমাদের প্রত্যাশা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহনকারী ছোট মসজিদটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করা হলে, তা জেলার অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে নতুনভাবে মূল্যায়িত হবে।

রশুনিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহীন সরদার বলেন, ‘মুরব্বিদের মুখে শুনেছি, এটি মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে ছোট এবং প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদ। ইতিমধ্যে এর পাশে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে এবং পুরোনো মসজিদটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মুন্সিগঞ্জে ঝোপঝাড়ে ঘেরা ২০০ বছরের পুরোনো মসজিদ। ছবি: আজকের পত্রিকা

উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় বাসিন্দা আতাউর রহমান হাওলাদার বলেন, ‘এলাকাটি একসময় হিন্দু অধ্যুষিত ছিল। ধারণা করা হয়, কেউ ইসলাম প্রচারে এসে মসজিদটি নির্মাণে ভূমিকা রাখেন। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এর সংস্কার শুরু করব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ