হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রেলওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

বিমানবন্দর স্টেশনের দায়িত্বরত পুলিশ সদস্য মমিনুল ইসলাম বলেন, ওই যুবক বিমানবন্দর রেলস্টেশনে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেনের নিচে চলে যায়। পরে ট্রেনটি থামলে ট্রেনের নিচ থেকে তাঁকে বের করে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। তাঁর দুই হাতের আঙুলগুলো কাটা পড়ে এবং মাথায় আঘাত লাগে। 

মমিনুল জানান, তাঁর কাছে থাকা মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেলে মৃত আব্দুল্লাহর পরিচিত নার্সিং কর্মকর্তা রুমি আক্তার আব্দুল্লার পরিবার থেকে ফোন পেয়ে জরুরি বিভাগে এসে তাঁর মৃতদেহ শনাক্ত করেন। 

রুমি আক্তার বলেন, আব্দুল্লাহর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামে। বাবার নাম দানেছ আলী। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তিনি। ঢাকার একটি বেসরকারি হোমিওপ্যাথি কলেজে পড়তেন আবদুল্লাহ। আব্দুল্লাহর পরিবার থেকে জানতে পারি আজকে টাঙ্গাইল থেকে ঢাকায় আসছিলেন আবদুল্লাহ। পরে দুর্ঘটনার কথা জানতে পারি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১