হোম > সারা দেশ > রাজবাড়ী

শ্রমিক লীগ নেতা হত্যা মামলার আসামি শিক্ষককে সাময়িক বরখাস্ত

বালিয়াকান্দি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মো. আজিজ মহাজনকে (৪০) কুপিয়ে হত্যা মামলার আসামি সহকারী শিক্ষক সাজিদ হাসান রাফিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তিনি উপজেলার গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল গত বুধবার সাময়িক বরখাস্তের অফিস আদেশে সই করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক। 

আশরাফুল হক জানান, সাজিদ হাসান রাফি শ্রমিক লীগ নেতা হত্যা মামলার সাত নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর ওই রাতেই তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। গত ১৭ অক্টোবর থেকে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক তিনি ভাতা পাবেন। 

স্থানীয় গড়াই নদীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ১৬ অক্টোবর আজিজের বড় ভাই মো. আব্দুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই র‍্যাব-১০ বিশেষ অভিযান চালিয়ে সাজিদ হাসান রাফি ও তাঁর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে। বর্তমান সাজিদ হাসান রাফি কারাগারে আছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল