হোম > সারা দেশ > গাজীপুর

বায়না করে পাওয়া মোটরসাইকেলই কাল হলো মেহেদীর

ছেলে মেহেদীর আবদার ছিল ঈদের আগে তাঁকে একটি মোটরসাইকেল কিনে দিতে হবে। এই আবদার মেটাতে কয়েক দিন আগে ছেলেকে একটি মোটরসাইকেল কিনেও দেন বাবা। কিন্তু সেই মোটরসাইকেলই কাল হয়ে দাঁড়াল মেহেদীর জন্য। গতকাল মঙ্গলবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয় মেহেদী। এরপর আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

মেহেদীর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া গ্রাম। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। মেহেদী মাওনা পিয়াল আলী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিল।

মেহেদীর বাবা আব্দুল মালেক বলেন, ছেলে বায়না করে ঈদের আগেই নতুন মোটরসাইকেল কিনে দিতে হবে। সে জন্য একটি নতুন মোটরসাইকেল কিনে দিই। কয়েকদিন ধরে কলেজের বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরছে। গতকাল মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হয় মেহেদী। মোটরসাইকেল নিয়ে গাজীপুর ইউনিয়নের ডীম স্কয়ার রিসোর্টের সামনে পৌঁছা মাত্র দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক গুরুতর আহত হয়।

আব্দুল মালেক বলেন, এতে গুরুতর আহত হয় মেহেদী। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসা চলে। পরবর্তীতে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গুরুতর আহত মো. শাহিন ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছে বলে জানা যায়। তাঁর বাড়ি মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, মাওনা গাজীপুর সড়কের আজুগীরচালা গ্রামের ডীম স্কয়ার রিসোর্টের সামনে দ্রুত গতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়েছে। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর বলেন, মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ