হোম > সারা দেশ > ঢাকা

প্রফেসর আনোয়ারা আ.লীগের লোক হলে এত অপমান নিয়ে তাঁকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না: ব্যারিস্টার জ্যোতির্ময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমের কারাগারে যাওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, ‘তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।’

আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারা বেগম আমার ক্লায়েন্ট ছিলেন। উনাকে ভিসি মিজান সাহেব শান্তিতে কাজ করতে দেননি। মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অবসরের জন্য দুই বছর অধিক সময় পেলেও উনাকে সেই সুযোগ না দিয়ে বিদায় করা হয়। মামলা চলমান থাকাবস্থায় উনার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি আর্থিক কষ্টে ছিলেন এবং পেনশনের টাকার জন্য পরে আমাকে হাইকোর্টের মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। আজ উনি হত্যা মামলায় কারাগারে গেলেন! অবাক হলাম। তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।

এসব বন্ধ হবে না। আমরাও পরিবর্তন হব না। সীমাহীন অপরাধবোধ হচ্ছে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে