হোম > সারা দেশ > ঢাকা

ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল: আইভী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে নারায়ণগঞ্জের নির্বাচনকালীন পরিস্থিতির ওপর আলোচনায় এই কথা বলেন আইভী। 

আলোচনায় মেয়র আইভী বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৈমুর আলম খন্দকার কাকা, যদিও তাঁকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরও উনি যাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং যাদের প্রার্থী ছিলেন, তাঁরা নারায়ণগঞ্জে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছিল। সেটা ইতিপূর্বে কাউন্সিলরদের মাধ্যমেও চেষ্টা করেছে আবার নিজেরাও চেষ্টা করেছে। কিন্তু প্রশাসন সজাগ থাকার কারণে তা করতে পারিনি। আমি সে জন্যে প্রশাসনকে ধন্যবাদ জানাই।’ 

দেশের একমাত্র নারী সিটি মেয়র বলেন, ‘এবার নির্বাচনটা ছিল অনেক গভীর ষড়যন্ত্রের নির্বাচন। কিন্তু আল্লাহর রহমতে, মানুষের আস্থা ও ভালোবাসার কারণে আমি সেখান থেকে বের হতে পেরেছি।’ 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার