হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, নিহত ২

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রাইভেট কার খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলদী-দীঘিরপাড় সড়কের পুরান বাজার এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভাঙা ব্রিজের গোড়ায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসূরার মানিক মিয়ার ছেলে জিসান (১৯) ও তাঁর বন্ধু একই গ্রামের সর্গতুল্লাহর ছেলে ফাহিম (১৭)। গুরুতর আহত হয়েছে একই গ্রামের জাহিদ হাসান (১৬)। সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে লাল রঙের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন। এর আগেও একটি সিএনজি অটোরিকশা একই স্থানে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হয়েছিলেন। কর্তৃপক্ষের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটছে। 

জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তাঁর প্রাইভেট কার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নীপতির গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। 

স্বজনদের অভিযোগ, নির্মাণাধীন ব্রিজের গোড়ায় কোনো রকম সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় তারা খাদে পড়ে মারা যায়। যদি কোনো ব্যারিকেড দেওয়া থাকত, তাহলে দুটি তাজা প্রাণ বেঁচে যেত। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, অতিদ্রুত সেখানে একটি সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে। 

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘উপজেলার পুরাস্থ নির্মাণাধীন ব্রিজের নিচে রাস্তার পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ 

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু