হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমতিয়াজ আহমেদ কাউসার (২৯) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি ফাঁস নিয়েছেন বলে দাবি করেছে পরিবার। 

আজ রোববার সকালে উপজেলার তাড়াব পৌরসভার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। 

নিহত কাউসার একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কাউসারের। অভিমান করে শোয়ার ঘর থেকে বেরিয়ে গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পরেন। সকালে তাঁকে ডাকাডাকি করলে তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিংফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে বিষয়টি অবগত করেন তারা। 

এসআই আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন