শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় রাজি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আলোচনার জন্য রাজি তাঁরা। তবে সেই সঙ্গে আন্দোলনও চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ইয়াসির সরকার বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের আন্দোলন। এখানে বাইরের কেউ ইন্ধন দিচ্ছে না। আমরা এখনই আলোচনা করতে রাজি। সে ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিনিধি দল ক্যাম্পাসে এসে কিংবা ভার্চুয়ালি আলোচনা করতে হবে।’ এ ছাড়া শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানান তাঁরা।
এরপর শিক্ষার্থীরা গোলচত্ত্বরে মোমবাতি প্রজ্বালন ও শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে পুলিশের গুলি, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড হামলার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন।
আরও পড়ুন: