হোম > সারা দেশ > ঢাকা

আবারও ২ দিনের রিমান্ডে বহিষ্কৃত এসআই আকসাদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে ডাকাতির মামলায় পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) ঢাকা মেট্রোপলিটন (পূর্ব) বিভাগের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের আবারও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার পাঁচদিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার তদন্তের জন্য আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৯ অক্টোবর ডিবি পরিচয়ে আকসাদুদ জামান এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে ৫ হাজার মার্কিন ডলার, ২ হাজার দিরহাম, ২ হাজার টাকা, দুটি মোবাইলসহ কাপড়ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। প্রায় ১ বছর পর ৮ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ৯ সেপ্টম্বর ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হলো।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের