হোম > সারা দেশ > ঢাকা

আবারও ২ দিনের রিমান্ডে বহিষ্কৃত এসআই আকসাদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে বিদেশগামী এক ব্যক্তিকে তুলে নিয়ে ডাকাতির মামলায় পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) ঢাকা মেট্রোপলিটন (পূর্ব) বিভাগের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের আবারও দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার পাঁচদিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার তদন্তের জন্য আবারও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৯ অক্টোবর ডিবি পরিচয়ে আকসাদুদ জামান এক বিদেশগামী যাত্রীর কাছ থেকে ৫ হাজার মার্কিন ডলার, ২ হাজার দিরহাম, ২ হাজার টাকা, দুটি মোবাইলসহ কাপড়ভর্তি ব্যাগ ছিনিয়ে নেন। প্রায় ১ বছর পর ৮ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ৯ সেপ্টম্বর ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হলো।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন