হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পোশাককর্মী হত্যার ঘটনায় ‘স্বামী’ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর এক ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে পোশাককর্মী শেখা বেগমের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবুল হোসেন (৪৭)। তাঁরা ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন। 

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরির পেছন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (অপরাধ উত্তর) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ। তিনি বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন। 

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ইসলামপুর এলাকার তালাবদ্ধ ঘর থেকে শেখা বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। শেখা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর ওই বাসাতেই স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন। 

গ্রেপ্তার মো. আবুল হোসেন (৪৭) দিনাজপুর জেলার কাহারোল থানার তারগাঁও ইউপির কাঠনা এলাকার বাসিন্দা। 

আবুল হোসেনের বরাতে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জানান, গত ২২ অক্টোবর সকালে শিখা বেগম আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। আবুল হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে শিখা বেগম তাঁকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরেন। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাঁকে যেতে না দিয়ে রুমের ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন। 

এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা চেপে ধরেন। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর মরদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা তালা দিয়ে পালিয়ে যায়। 

ফাহিম আসজাদ আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসন থানার চৌকস টিম মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে