হোম > সারা দেশ > ঢাকা

দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার বিকেলে বাংলামোটরে দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার অফিসের পাশে পত্রিকাটির সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্লানার্স টাওয়ারসংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। এতে চার সাংবাদিক আহত হন।

আহতরা হলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন। সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০-২২ জনের একটি দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়ে আমাদের খোঁজ করেছিল।’

এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদকে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘জনবাণী পত্রিকার চার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহতরা অভিযোগ নিয়ে এসেছেন। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন