হোম > সারা দেশ > ঢাকা

দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার বিকেলে বাংলামোটরে দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার অফিসের পাশে পত্রিকাটির সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্লানার্স টাওয়ারসংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়। এতে চার সাংবাদিক আহত হন।

আহতরা হলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন। সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০-২২ জনের একটি দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়ে আমাদের খোঁজ করেছিল।’

এর আগে হামলাকারীরা জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদকে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘জনবাণী পত্রিকার চার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহতরা অভিযোগ নিয়ে এসেছেন। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল