হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

চোখে ছররা গুলি, অন্ধ হওয়ার শঙ্কা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মো. ইয়াসিন আরাফাত

ছাত্র-জনতার আন্দোলনের সময় বাঁ চোখে বিদ্ধ হওয়া ছররা গুলি নিয়ে অন্ধ হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন কিশোরগঞ্জের মো. ইয়াসিন আরাফাত। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশের চিকিৎসকেরা। কিন্তু অর্থসংকটের কারণে তাঁর পক্ষে বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না।

ইয়াসিন হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বিপেশ্বর এলাকার মো. রতন মিয়ার ছেলে। তিনি পৌর শহরে চাল-কুঁড়ার ব্যবসা করেন। ইয়াসিন বলেন, ‘৪ আগস্ট জেলা শহরের পুরান থানা এলাকার তাজ রেস্টুরেন্টের সামনে পুলিশের ছররা গুলি আমার চোখ, পেট ও পিঠে লাগে। অন্যসব গুলি বের করতে পারলেও বাম চোখের ভেতরে একটি গুলি রয়ে গেছে। এখন বাঁ চোখে দেখতে পাই না। ডান চোখেও সমস্যা হচ্ছে। দ্রুত অপারেশন করতে পারলে ডান চোখটা অন্তত অন্ধত্ব থেকে বাঁচবে।’

ইয়াসিনের স্ত্রী পৌষা আক্তার জানান, এ পর্যন্ত চিকিৎসায় লাখ টাকা চলে গেছে। বাঁ চোখে এখন ইয়াসিন কিছুই দেখতে পারেন না। নিয়মিত ড্রপ ব্যবহার না করলে ডান চোখও লাল হয়ে যায় ও ব্যথা করে।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল বলেন, ‘আহতদের তালিকায় ইয়াসিন অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা অবশ্যই চোখের চিকিৎসাসহ প্রশাসন থেকে তাঁকে সব ধরনের সহায়তা করব।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ