হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, এর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার। পদ্মা সেতুর দুর্নীতিসংক্রান্ত রুল শুনানিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থ উন্নয়নের বিরোধিতা করবে কেন? এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যারা থাকে তারা জাতির শত্রু, দেশের শত্রু। এ ছাড়া অর্থায়ন বন্ধ হলো কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। পরে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। 

এর আগে গতকাল রোববার পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 

 ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা