হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, এর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার। পদ্মা সেতুর দুর্নীতিসংক্রান্ত রুল শুনানিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থ উন্নয়নের বিরোধিতা করবে কেন? এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যারা থাকে তারা জাতির শত্রু, দেশের শত্রু। এ ছাড়া অর্থায়ন বন্ধ হলো কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। পরে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। 

এর আগে গতকাল রোববার পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 

 ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট