গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে।
আজ বুধবার সকাল কোনাবাড়ী এলাকার ‘এনটিকেসি’ নামের পোশাক কারখানার সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার শ্রমিক।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে ওই কারখানা কর্তৃপক্ষ ঈদের আগে কারখানা বন্ধ করে পালিয়ে যায়। এরপরে কারখানাটি আর উৎপাদন কার্যক্রম শুরু করেনি। প্রায় প্রতিদিনই শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যায়। আজ সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার গেটের সামনে অবস্থান নেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
কারখানার জিএম বুলবুল আহমেদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আগামী মাসের ৫ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়া হবে।