হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় সামাদ মিয়ার লেবু বাগান থেকে আব্দুর রউফ (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, আব্দুর রউফের বাড়ি দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামে। 

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তারাসীমা গার্মেন্টসের কর্মী হেলেনা আক্তারকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-৪ এর একটি টিম আটক করেছেন বলে জানিয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা।
 
সাটুরিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

প্রাথমিক তথ্যে পুলিশ জানায়, পরকীয়ার জেরে হত্যা হতে পারে আব্দুল রউফ। ওই ব্যবসায়ীর মুঠোফোনের কললিস্ট দেখে র‍্যাব-৪ এর সদস্যরা হেলেনা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ির মৃত নাছির উদ্দিনের ছেলে আব্দুর রউফ বাড়ির পাশেই মুদির দোকান করত। প্রতিদিনই সে রাত ১০টা থেকে ১১টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি আসত কিন্তু বুধবার রাত ৯টার পর তাঁর দোকান বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। রাত ১২টার পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এদিক সেদিক খোঁজাখুঁজি করেন। ব্যবসায়ী রউফকে না পেয়ে পরিবারের সদস্যরা সাটুরিয়া থানা ও হাসপাতালে খোঁজেন। 

বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা মাঠে কাজে গেলে আ. সামাদের লেবু বাগানে একটি লাশ দেখতে পেয়ে খবর দেন তাঁর বাড়িতে। বাড়ির পাশেই ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা আব্দুল রউফের লাশ শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান। 
সাটুরিয়া থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই ব্যবসায়ীর হত্যাকাণ্ড ঘটতে পারে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-৪ আটক করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির