হোম > সারা দেশ > ঢাকা

গুচ্ছের ফাঁকা আসন পূরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসন পূরণ করার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে ২০২০-২১ শিক্ষাবর্ষে ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা। 

শিক্ষার্থীদের দাবি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আসন থাকা সত্ত্বেও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তাদের অপেক্ষমাণ সিরিয়াল খুব কাছাকাছি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন না। 

নাঈম ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে জানান, অপেক্ষমাণ সিরিয়ালে সে খুবই কাছাকাছি ছিল। কিন্তু অল্পের জন্য তার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার অনুযায়ী যতগুলো সিটসংখ্যা আছে সেগুলো পূরণ করার নোটিশ দিলেই আমার বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন পূরণ হবে। আর এই দাবি আমার অধিকার। এত দিনে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় ভর্তি চালু, ফাঁকা আসন পূরণ না করায় আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা শিগগিরই পুনরায় ভর্তি চালু ও ফাঁকা আসন পূরণের দাবি জানাচ্ছি।
 
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী শফিকুল ইসলাম শুভ বলেন, আমরা আমাদের সঠিক দাবি নিয়ে আজ এখানে এসেছি। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে আমরা আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। এ সময় মানববন্ধন শেষে দাবি দাওয়া নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান তিনি।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১