হোম > সারা দেশ > ঢাকা

২৪ ঘণ্টায় আরও ৬৪ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৪ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ৬১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ৬ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ৬১ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ছিল তিনজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩১১ জন। আগের দিনও একই পরিমাণ রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪১ জন এবং বাইরে ৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ৪৩০ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় দুই হাজার ৬৭ জন এবং বাইরে ৩৬৩ জন। অর্থাৎ শতকরা প্রায় ৮৫ শতাংশ রোগী রাজধানী ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে দুই হাজার ১১১ জন। এদের মধ্যে ঢাকায় নিয়েছেন এক হাজার ৮২৩ জন এবং বাইরে ২৮৮ জন। মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে চলতি মাসে সাতজন ও গত মাসে ছিল একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৮ দিনে এক হাজার ৩৪১ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন আটজন রোগী।

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১