হোম > সারা দেশ > ঢাকা

মিথ্যা মামলায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। 

আসামিদের পরিবারের দুই শতাধিক ব্যক্তি এই মানববন্ধনে অংশ নেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই মানববন্ধন করা হয়। 

আসামিদের পরিবারের সদস্যরা বলেন, স্বৈরাচার সরকার এ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল প্রতিপক্ষ বিরোধী দলের নেতাদের ফাঁসি দিতে। 

মানববন্ধনে আসামি পক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, বিচারাধীন মামলার আসামিদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তাঁদের দাবি, স্থানীয় শত্রুতার কারণে মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দীর্ঘ ৮–৯ বছর ধরে একেক জনকে বন্দী রাখা হয়েছে। এই ট্রাইব্যুনাল অনেক দিন ধরে কাজ করছে না। আমরা চাইব, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত আসামিদের মুক্তি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার আসামি হয়ে সাড়ে ৮ বছর ধরে কারাগারে রয়েছেন হবিগঞ্জের আবুল খায়ের গোলাপ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া তাঁর স্ত্রীর দাবি, এই মামলার সাক্ষী শাহনেওয়াজ ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছেন। 

নেত্রকোনার এক আসামি আব্দুর রশিদ। তাঁর ছেলে মানববন্ধনে অংশ নিয়ে দাবি করেন, তাঁর বাবার জন্ম ১৯৭২ সালের ৩১ আগস্ট। তাঁর এনআইডি ও এসএসসি পরীক্ষার সনদও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিএনপি করার কারণে এই মামলা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ

দিলীপ আগরওয়ালার স্ত্রী সবিতার বাণিজ্যিক স্পেস, দোকানসহ জমি জব্দের আদেশ

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা: ডিবি