হোম > সারা দেশ > ঢাকা

মিথ্যা মামলায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। 

আসামিদের পরিবারের দুই শতাধিক ব্যক্তি এই মানববন্ধনে অংশ নেন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই মানববন্ধন করা হয়। 

আসামিদের পরিবারের সদস্যরা বলেন, স্বৈরাচার সরকার এ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল প্রতিপক্ষ বিরোধী দলের নেতাদের ফাঁসি দিতে। 

মানববন্ধনে আসামি পক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, বিচারাধীন মামলার আসামিদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তাঁদের দাবি, স্থানীয় শত্রুতার কারণে মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দীর্ঘ ৮–৯ বছর ধরে একেক জনকে বন্দী রাখা হয়েছে। এই ট্রাইব্যুনাল অনেক দিন ধরে কাজ করছে না। আমরা চাইব, ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত আসামিদের মুক্তি। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার আসামি হয়ে সাড়ে ৮ বছর ধরে কারাগারে রয়েছেন হবিগঞ্জের আবুল খায়ের গোলাপ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া তাঁর স্ত্রীর দাবি, এই মামলার সাক্ষী শাহনেওয়াজ ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়েছেন। 

নেত্রকোনার এক আসামি আব্দুর রশিদ। তাঁর ছেলে মানববন্ধনে অংশ নিয়ে দাবি করেন, তাঁর বাবার জন্ম ১৯৭২ সালের ৩১ আগস্ট। তাঁর এনআইডি ও এসএসসি পরীক্ষার সনদও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। বিএনপি করার কারণে এই মামলা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু