হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে কাওয়ালি আসরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি গানের আসরে হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।

বিবৃতিতে আসক জানায়, ঢাবির টিএসসিতে ১২ জানুয়ারি কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আয়োজনে হামলা চালানো হয়। আসক এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

গণমাধ্যমের বরাত দিয়ে আসক জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি গানের আয়োজনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও তাঁর অনুসারীরা। তাঁর উপস্থিতিতে মঞ্চ ভাঙচুর ও হামলা চালানো হয়। এতে আহত হয়েছে ১৫ জন। আয়োজকেরা গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানের শুরু থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে তারা বাধাপ্রাপ্ত হয়ে আসছিল। যদিও সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে এগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও কল্পনাপ্রসূত বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে আসক আরও জানায়, কাওয়ালি এ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একটি সংগীত, যার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। টিএসসির মতো একটি জায়গায় এ ধরনের আয়োজনে হামলা চালানোর ঘটনা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আসক বিশ্বাস করে, এ হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়, অন্যথায় এ রকম বেপরোয়া আচরণ অব্যাহত থাকবে। আসক কর্তৃপক্ষের কাছে দ্রুততার সঙ্গে এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো—তা জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির