হোম > সারা দেশ > ঢাকা

বাস কাউন্টারগুলোতে ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি আজ শেষ হলেও ঘরমুখী মানুষের ভিড় কমেনি বাস কাউন্টারগুলোতে। ঈদের আগে ছুটি ও টিকিট না পাওয়ার কারণে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন ঢাকা ছাড়ার জন্য। আজ রোববার রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারগুলোর সামনে দেখা যায় যাত্রীদের ভিড় এবং বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের দীর্ঘ লাইন। 

কাউন্টারের কর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। অনেক অগ্রিম টিকিট ঈদের পরদিনের জন্যও বিক্রি হয়েছে। এ ছাড়া অনেকে কাউন্টারে এসেও টিকিট নিচ্ছেন। কাল অথবা পরশু থেকে শুরু হবে ঘরে ফেরা। 

সায়েদাবাদ জনপদ মোড়ে শ্যামলী, হানিফ, সোহাগ, একুশে, ইকোনোসহ অন্যান্য কাউন্টারে আছে যাত্রীদের অপেক্ষা। এই রুট থেকে পদ্মা সেতুর সুবিধা পাওয়া যায় বিধায় ভিড় একটু বেশি। সাধারণত এর আগে এমন ভিড় দেখা যেত গাবতলী টার্মিনালে। 

খুলনাগামী যাত্রী ইকবাল রানা আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে বাস, ট্রেন কোনোটার টিকিট পাইনি। এর আগেরবারও এমন হয়েছে। তাই এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরদিন বাড়ি যাব। 

বেশির ভাগ যাত্রীই ঈদের আগে নানা সমস্যায় রাজধানী ছেড়ে যেতে পারেননি। ফরিদপুরগামী যাত্রী মঈনুল জানান, তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঈদের আগের রাত পর্যন্ত বেচাবিক্রির জন্য যাওয়া হয়নি। মালিকের সঙ্গেই ঈদ পালন করেছেন ৷ এখন তিন দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন। 

পরিবার নিয়ে বাগেরহাটে যাচ্ছেন মোক্তার হাসান। তিনি বলেন, ‘ঈদের আগে সাধারণত ভিড় থাকে। দুর্ঘটনাও ঘটে প্রচুর। বাচ্চাকাচ্চা নিয়ে যাত্রা করব তাই আজ যাচ্ছি। আজ তুলনামূলক রাস্তায় গাড়ি কম থাকবে। আর ভিড়ও কম।’ 

অন্যদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল থেকে শুরু হবে অফিস। তবে এখনো রাজধানীতে ফিরতে শুরু করেনি মানুষ।

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত