হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

আজকের পত্রিকা ডেস্ক­

মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী সোহনুর জামান নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করে সাধারণ জনতা। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে চালানো ট্রাক ধাক্কা দিয়ে পালানোর সময় গণপূর্ত ভবনের সামনে থেকে এর চালককে আটক করা হয়।

উপস্থিত জনতা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। দ্রুতগতির ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দেন। বাধ্য হয়ে ট্রাক থামিয়ে চালককে নামানো হয় এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। উত্তেজিত জনতা চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে শেষরক্ষা হয়নি আহত ফায়ার কর্মী সোহানুর জামান নয়নের। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিজি বলেন, ‘পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোহানুর জামান তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।’

এ ঘটনায় আরেক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁর একটি পায়ে গুরুতর আঘাত লাগলেও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন