হোম > সারা দেশ > ঢাকা

ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

আজকের পত্রিকা ডেস্ক­

মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী সোহনুর জামান নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করে সাধারণ জনতা। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে চালানো ট্রাক ধাক্কা দিয়ে পালানোর সময় গণপূর্ত ভবনের সামনে থেকে এর চালককে আটক করা হয়।

উপস্থিত জনতা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। দ্রুতগতির ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দেন। বাধ্য হয়ে ট্রাক থামিয়ে চালককে নামানো হয় এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। উত্তেজিত জনতা চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে শেষরক্ষা হয়নি আহত ফায়ার কর্মী সোহানুর জামান নয়নের। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিজি বলেন, ‘পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোহানুর জামান তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।’

এ ঘটনায় আরেক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁর একটি পায়ে গুরুতর আঘাত লাগলেও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস