হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুরের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।

মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’

স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে