হোম > সারা দেশ > ঢাকা

জুরাইনে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আশরাফ হোসেন বলেন, ‘রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আর গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে কি না, জানতে চাইলে ওয়ারী বিভাগের ডিসি বলেন, ‘গ্রেপ্তার করে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাজ করছি।’ 

এ ঘটনায় গত মঙ্গলবার (৭ জুন) রাতে অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আহত সার্জেন্ট আলী হোসেন। 

ঘটনার শুরুটা ধরা পড়ে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলের কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তাঁর পরিচয়পত্র দেখতে চান।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন