হোম > সারা দেশ > ঢাকা

হালনাগাদ হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।

ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক