হোম > সারা দেশ > ঢাকা

হালনাগাদ হয়নি নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ হয়ে গেছে ১৪ ফেব্রুয়ারি। শেষ দিনের সংবাদ সম্মেলনেও নির্বাচন আয়োজনে নিজেকে সফল দাবি করে গেছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যদিও একই কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দাবি করেন, গণতন্ত্র নেই, পড়ে আছে তার লাশ। তাদের দায়িত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্যগুলোও চলে গেছে ইতিহাসের পাতায়। তবে মানুষগুলো ঠিকই রয়ে গেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। পদ-পদবিসহ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, এখনো হালনাগাদ হয়নি সেটি। প্রধান নির্বাচন কমিশনা ও নির্বাচন কমিশনারদের ছবিসহ পরিচয় দেওয়া রয়েছে।

ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কোনো কমিশনের মেয়াদ শেষ হলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন ইসি সচিব। যেখানে এখন আছেন হুমায়ুন কবীর খন্দকার। সদ্য সাবেক সিইসি ও কমিশনারদের ছবিসহ পরিচয় ওয়েবসাইটে থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো আইটি শাখা খেয়াল করেনি।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটের নামগুলো শিগগিরই সরে যাবে। স্যাররা তো গতকালই শেষ অফিস করেছেন। নতুন কমিশন এলে তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে। আর এখন যা আছে, সেটা তাড়াতাড়ি সরবে। কাজ চলমান। এটা নিয়ে ভুল বার্তা যাওয়ার মতো কিছু ঘটবে না বলে আশা করি।’

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার